শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া

0

নির্বাচন পরবর্তী বিষয়ে ১৮ দলীয় জোটের অবস্থান জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে জোট নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।সোমবার রাত সাড়ে ১০টায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে জোটের ভবিষ্যৎ কর্মসূচি ও বিগত কর্মসূচির পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জোট নেত্রী বিস্তারিত জানাবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার ডাকে দেশের মানুষ এক দলীয় নির্বাচন বর্জন করেছে। এটিই ১৮ দলের আন্দোলনের সাফল্য। রাত নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে দেড় ঘণ্টা।দীর্ঘ দুই মাস পর এক সঙ্গে বসেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। এছাড়া বিরোধীদলীয় নেতার পদ হারানোর পর জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার এটিই প্রথম বৈঠক। বৈঠকে এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব:) অলি আহমেদ বীর বিক্রম, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব:) সৈয়দ মো. ইব্রাহিম বীরপ্রতীক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব শাহীনুর পাশা চৌধুরী, জামায়াাতের কর্মপরিষদ সদস্য রেদোয়ানউল্লাহ শাহেদী ও ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি উপস্থিত ছিলেন।

Leave a Reply