মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

IMG_2602 copy

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও বর্বরতার প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবীতে মীরসরাইয়ে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর এলাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মানবাধিকার কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাম্প্রদায়িকতা বিরোধী নাগরিক সমাজ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মীরসরাই শাখার সভাপতি ডা. জামশেদ আলম, সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মীরসরাই শাখার আহ্বায়ক আব্দুস সালাম, কমিউনিস্ট পার্টি মীরসরাই শাখার সভাপতি ফরিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মীরসরাই শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষক সুভাষ সরকার, মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডার আবুল হাশেম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মীরসরাই শাখার সাধারণ সম্পাদক নুপুর ধর, মীরসরাই জগদীশ্বরী কালী বাড়ি কমিটির সভাপতি সুদর্শন রায়, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, সাংবাদিক শাহাদাত হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মীরসরাই উপজেলা শাখার সংগঠক ইউনুছ মিয়া শামীম প্রমুখ।
বক্তারা হামলায় অপরাধী যেই হোক না কেন সবাইকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানান। তার সাথে ইতোপূর্বে বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলাকারীদের বিচার না হওয়ায় শঙ্কা প্রকাশ করে বক্তারা বলেন- রামু, সাঁথিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় হিন্দু ও বৌদ্ধদের উপর হামলাকারীদের বিচার এখনো হয়নি। পূর্বে সংঘটিত এবং বর্তমানে চলমান এ হামলার ঘটনাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানও জানান মানববন্ধনকারীরা।

Leave a Reply