বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শেখ হাসিনা হাতে থাকলে দেশ উন্নতি হয় আর বিএনপি জামায়াত হাতে থাকলে দেশের অবনতি হয় – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে ( ১৪ জুলাই ) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুনন্নেছা গোল্ডকাপের ফাইনাল খেলা ও ট্রফি বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন আওয়ামীলীগ সরকার ইতিমধ্যে লুটেরাদের হাত থেকে দেশকে উদ্ধার করে একটি সাজানো পরিপাটি উন্নয়নমুখি দেশ উপহার দিচ্ছে। আর শেখ হাসিনা হাতে থাকলে দেশ উন্নতি হয় আর বিএনপি জামায়াত হাতে থাকলে দেশের অবনতি হয়। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন এই দেশের মাটি ও মানুষ কখনোই দেশদ্রোহীদের ছাড় দেয়নি, আগামীতে ও দিবেনা । উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফউদ্দিন মীর শাহিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহিন কাকলী, জাতীয় ফুটবলের অধিনায়ক মামুন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ রাশেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক আজিজুল হক প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয় খৈয়াছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হয় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবার মেয়েদের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয় পূর্ব সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্স আপ হয় পূর্ব খৈয়াছরা এমসি প্রাথমিক বিদ্যালয়।