শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শেখ হাসিনার বিদায় ঘন্টা বেজে উঠেছে : ফখরুল

fakhrul-1_111104

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জণগণের সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ৮৬ ও ৮৮ নির্বাচন দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকতে পারেন নি। তাকে গণঅভ্যুত্থানে বিদায় নিতে হয়েছে। একই পথে হাটছেন হাসিনাও। তারও (শেখ হাসিনা) বিদায় ঘন্টা বেজে উঠেছে।শনিবার বেলা ২টায় ঠাকুরগঁাঁও জেলা পরিষদ (বিডি হল )মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত দলীয় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।নারায়নগঞ্জের শামিম ওসমান প্রসঙ্গে সংসদে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এ অবৈধ সরকার ভয়াবহ সন্ত্রাস খুনিদের সঙ্গে আছে। বিরোধী দলকে নির্মুল করতে শুধু এক বছরে বিএনপির ৩১০ জন নেতা কমীকে খূন ও ৩৭ জনকে গুম করেছে। সরকারের নানা দোষ ও ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বিদেশী বন্ধুদের সম্মাননা দেয়া স্বর্ণের জায়গায় পিতল দেয়া হয়েছে যা দেশের ভাবমূর্তি ক্ষুর্ণ হয়েছে। দলের নেতাদের অঙ্গসংগঠনের সম্মেলন ও কমিটি পূর্ণগঠনের নির্দেশ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অবৈধ সরকার বাজেট দেয়ার ক্ষমতা রাখেনা। হলমার্ক কেলেংকারি ও রাষ্ট্রীয় ব্যাংকের টাকা হরিলুটকারীদের শাস্তি না দিয়ে বাজেটে তাদেরকে পাঁচ হাজার কোটি টাকা ভুর্তিকি দেয়া হয়েছে । যা দেশের অর্থনীতিকে ধবংস করছে।বর্তমান সরকারকে ফ্যাসিস্ট এক নায়ক সরকারের সঙ্গে তুলনা করে সরকারের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান তিনি।জেলা কমিটির সহসভাপতি শাহেদ কামাল ডালিম চৌধুরীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৈয়মুর রহমান,এ্যাড.আব্দুল হালিম, পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ, নূর করিম, অধ্যক্ষ নুরুল ইসলাম, আইনুল হক মাস্টার, ফোরাতুন নেহার, সুলতানুল ফেরদৌস নম্র চৌধূরী, আব্দুল হামিদ প্রমুখ।