বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শিক্ষা জীবনের সূচনাতেই শিশুদের হৃদয়ে দেশপ্রেমের বীজ বপন করতে হবেঃ শফিক সোহাগ

তরুণ সংগঠক, গবেষক ও কলামিস্ট শফিক সোহাগ বলেছেন, শিক্ষা জীবনের সূচনাতেই শিশুদের হৃদয়ে দেশপ্রেমের বীজ বপন করতে হবে । স্বাধীনতা কি, স্বাধীনতার তাৎপর্য ও প্রয়োজনীয়তা কি, স্বাধীনতা কিভাবে অর্জিত হলো, স্বাধীনতা অর্জনে যারা অবদান রেখেছেন-জীবন দিয়েছেন তাঁদেরকে হৃদয় দিয়ে ভালোবাসা ও শ্রদ্ধা করার শিক্ষা শিশুকাল থেকেই দিতে হবে । তবেই শিশুরা সত্যিকার দেশপ্রেমিক হয়ে উঠবে । আজ ২৭ ডিসেম্বর সাউথ পাহাড়তলী আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সাউথ পাহাড়তলী আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল নিলুফা ইয়াসমিন জয়িতার সভাপতিত্বে ও শিক্ষিকা পিংকি সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিটাগাং উইমেনস চেম্বার অব কমার্সের সদস্য, ফ্যাশন ডিজাইনার, নারী নেত্রী শাহানা আলম, জাতিসংঘ এসোসিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট জারিফ শাবাব জ্যাকশন, বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচালক তারেক রহমান, জান্নাতুল বাকেয়া, ফাতেমা পারভিন, মেরিনার আবু সুফিয়ান, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ আলম ও এস এম শাহাদাত হোসেন । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় । (প্রেস বিজ্ঞপ্তি)