শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শারজায় বিষাক্ত গ্যাসে ২ বাংলাদেশি নিহত

কামরুল হাসান জনি, দুবাই:

24461

সংযুক্ত আরব আমিরাতে শারজা নগরীর আবু শাগারার একটি গাড়ি পলিশিং দোকানে গতকাল মঙ্গলবার বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশিসহ তিনজন মারা গেছেন।  এ ঘটনায় মৃত অপর ব্যক্তি মিশরীয় নাগরিক।

দুই বাংলাদেশি হলেন- চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সুলতান আহমদের ছেলে মোহাম্মদ ইউছুস এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার সামছুল হক ভূঁইয়ার ছেলে রফিকুল হাসান ভূঁইয়া।

জানা গেছে, কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই ওই কর্মীরা তাদের দৈনন্দিন কাজ করছিলেন। গাড়ি পলিশ করার কাজে ব্যবহৃত গ্যাস হঠাৎ করে ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। শ্রমিক তিনজন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হলে তাদের সঙ্কটাপন্ন অবস্থায় উদ্ধার করে আল কুয়েতি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।

নিহতদের শারজাহ পুলিশ হেডকোয়াটারের মর্গে রাখা হয়েছে।

দুই বাংলাদেশি নিহত হবার ঘটনার সত্যতা শিকার করেছেন দুবাই কন্স্যুলেটের প্রথম সচিব ( শ্রম) একেএম মিজানুর রহমান। তিনি জানান, নিহতদের সম্পর্কে কন্স্যুলেট অবগত হয়েছেন। কিভাবে এদের লাশ দেশে পাঠানো যায় সেই বিষয়ে তারা কাজ করছেন।