শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শামীম খান যুবরাজের “ধ্রুবনাথ কি তাহলে স্কুল ফাঁকি দিয়েছে” বইয়ের মোড়ক উন্মেচন

Mela-Book-690x377

নিজস্ব প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার মহান স্বাধীনতা মেলার ১৩তম দিনে মীরসরাইয়ের খ্যাতিমান তরুন ছড়াকার খবরিকা’র ‘সেরা গল্পকার’ পদকপ্রাপ্ত সাহিত্যিক  কবি শামীম খান যুবরাজের “ধ্রুবনাথ কি তাহলে স্কুল ফাঁকি দিয়েছে” নামের একটি বইয়ের মোড়ক উন্মেচন করা হয়।
মীরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রিজিয়া আক্তারের সভাপতিত্বে ও মীরসরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা ইসমত আরা পেন্সীর সঞ্চালনায়
এসময় প্রধান অতিথি হিসিবে বক্তব্যে রাখেন দিলারা ইউসুফ বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের শিশু বিষয়ক সম্পাদিকা রওশান আরা, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা এডভোকেট বসন্তী গোবাপালী, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাঁউর রহমান, মীরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, চট্টগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানা সারমিন, বেগম রত্না, নিজামপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ রকিব উদ্দিন, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, কবি ও ছড়কার শামীম খান যুবরাজ, ফিরোজ মাহমুদ প্রমুখ।
মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী বলেন, “ধ্রুবনাথ” আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ২০১১ সালের ১১ জুলাই আবুতোরাব-বড়তাকিয়া সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলো। লেখক তাই লিখেছেন, “ধ্রুবনাথ কি তাহলে স্কুল ফাঁকি দিয়েছে”। লেখক শামীম খাঁন যুবরাজ প্রচার বিমুখ মানুষ, তার মধ্যে অন্যন্য সাধারণ মানবিক গুণাবলি রয়েছে। আমি মনে করি বইটি মানুষের মনি কোঠায় জাগয়া করে নিবে।
বক্তারা শামীম খান যুবরাজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।