বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শক্তিশালী যতই হোক দলীয় অধীনে ইসি অসহায়

bp-2016-12-10-097-5

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, প্রশাসন দলীয় সরকারের অধীনে থাকলে তারা অসহায় হয়ে যায়। আর এ কারণেই বিএনপি নির্বাচনের সময় নির্দলীয় একটি সহায়ক সরকারের দাবি জানিয়ে আসছে।

গতকাল জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মওদুদ প্রধানমন্ত্রীর ঘোষণা  ‘রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন দেবেন তা তিনি মেনে নেবেন’ কে স্বাগত জানান। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অন?অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, যুব দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেত্রী খালেদা ইয়াসমীন ও নিপুণ রায় চৌধুরী বক্তব্য দেন। সভায় মওদুদ আরও বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করার জন্য, নিরপেক্ষ করার জন্য এবং শক্তিশালী করার জন্য আমরা কিছু প্রস্তাব দিয়েছি। আমরা খুশি যে সরকারও বলেছেন, রাষ্ট্রপতি যেটা বলবেন, তারা সেটা মেনে নেবেন। তিনি বলেন, এখন আমাদের রাষ্ট্রপতির ওপরে অনেক কিছু নির্ভর করছে। আমরা আশা করব, রাষ্ট্রপতি এমন একটা উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমরা যেসব প্রস্তাব দিয়েছি সেগুলো বিবেচনা করে একটি শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার সুপারিশ করেন।