শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শকুনের ডানা : মা হ বু ব প লা শ

সৈকতের একটা নারিকেলতলায়
একদা আমি নিশ্চুপ শুয়েছিলাম,
আকাশের দিকে অবিচল তাকিয়ে…
ডানা মেলে একটা পাখি
বৃত্তাকারে আমার উপর ঘুরছে।
তার সৌন্দর্য্য আমায় বিমোহিত করে
তন্দ্রাচ্ছন্নই করেছিল।

অথচ কিছুক্ষন পর বুঝতে পারলাম
পাখিটা তার লাল কালো ঠোঁট ঝুকিয়ে
আমাকে লক্ষ করছিল
তার কাংখিত ক্ষুধার অন্ন ভেবে।
নিথরতার ঘোর কেটে যখনি বুঝতে পারলাম
আমার স্নায়ুবিক নিয়ন্ত্রণ ফিরে এসেছে,
আমি এখনো বেঁচে আছি পৃথিবীর প্রান্তরে।

তারাপুঞ্জ ফুটে আছে,
কালো জ্যাকেটে মোড়া এই আমি
লাউড স্পীকারে ঝড় তুলে
মাইকেল জ্যাকসনের মতো চিৎকার করে বলি
বেঁচে আছি আমি-
হৃদকম্পন আছে আমার-
পর্বত প্রাচীরের অতলে মৃত ঝর্ণার মতো-
আজো বেঁচে আছি আমি। ।