শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা করুন: ফখরুল

নিউজ ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবিলম্বে রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা শুরু করুন।’

তিনি বলেন, ‘যখন দেখি সরকারের নড়াচড়ার আগেই ইন্দোনেশিয়া, তুরস্ক থেকে পররাষ্ট্রমন্ত্রী এবং ফাস্টলেডি বাংলাদেশে চলে এসেছেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল স্টেটম্যান দিচ্ছেন, বিষয়টি আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে চিঠি পাঠাচ্ছেন, তখনও সরকারের টনক নড়ছে না। এটা দেশের জন্য লজ্জার।’

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একতরফা নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায় এ সরকার। আবারও সরকার বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চায়।’

‘রোহিঙ্গা ইস্যূতে বিএনপি নোংরা রাজনীতি করছে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘নোংরা রাজনীতি বিএনপি করে না; বরং আওয়ামী লীগ দেশ স্বাধীন হওয়ার পর থেকে নোংরা রাজনীতি শুরু করেছে।’

তিনি বলেন, ‘বিএনপির সব সময় মানবতার পক্ষে কথা বলছে।’

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ধরনের একটি ষড়যন্ত্র চলছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পর সহায়ক সরকারের রূপরেখা দেবেন। সহায়ক সরকারের দাবি আদায় করেই নির্বাচনে যাবে বিএনপি।’

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আগামী দিনে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায় করতে না পারলে রোহিঙ্গাদের চেয়ে করুণ পরিণতি হবে বিএনপির।’

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আগামীতে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিই রাষ্ট্রক্ষমতায় আসবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ।

সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।