মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রোবার স্কাউট ঝিনাইদহ বাই সাইকেল এখন চট্টগ্রামে

নিজস্ব প্রতিনিধি ঃ শিক্ষিত তরুণ ও সমৃদ্ধ জাতি গঠনে রোভারিং এর ভুমিকা অপরিসিম এই আদর্শ কে সামনে রেখে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ৫ জন রোভার স্কাউট দল ৫ দিনের পরি ভ্রমনে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছে। পথে তারা বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে শিক্ষিত”তরুন ও সমৃদ্ধ জাতি গঠনে রোভারিং” এই শ্লোগানের উপর মতবিনিময় করছে। ৫০০ কিলোমিটার যাত্রায় তারা বিভিন্ন শিক্ষা মূলক কাছ করে যাচ্ছে।

ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে যে ৫ জন রোভার পরিভ্রমণ করছেন তারা হলেন, সিনিয়র রোভার মেট মোঃ মামুনুর রশীদ, সহঃ সিনিয়র রোভার মেট মোঃ আকাশ মাহমুদ সহঃ সিনিয়র রোভার মেট মোঃ শরীফুল ইসলাম, রোভার মেট মোঃ রোকনুজ্জামান, রোভার মেট মোঃ তৌকির রহমান। পথে তারা মীরসরাই নিজামপুর কলেজে অবস্থান নেন এবং কলেজের অধ্যক্ষ মোঃ রফিস তাদের কে অবিন্ধন জানান। অধ্যক্ষ তাদের সাথে কিছুক্ষন মত বিনিময় করেন পরে তারা আবার চট্টগ্রামের উদ্যেশে রওনা হয়।