বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রোববার থেকে ১৮ দলের ৭২ ঘন্টার টানা হরতাল

ww

নিজস্ব প্রতিনিধি

নির্দলীয় সরকারের দাবিতে রোববার থেকে একটানা ৭২ ঘন্টা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আগামী ১০ থেকে ১২ নভেম্বর এ হরতাল পালিত হবে। শুক্রবার বিকালে মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এ কর্মসূচী ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিকাল পৌনে ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১৮ দলের মহাসচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে- এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. রিদউয়ান উল্লাহ শাহিদীসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আগামী ১১, ১২ ও ১৩ নভেম্বর হরতাল দেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়ে। এরপর শুক্রবার জোটের বৈঠকের পর এ হরতালের ঘোষণা আসে। এর আগে একই দাবিতে ৪ থেকে ৬ নভেম্বর টানা হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তার আগে ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর হরতাল দেয় ১৮ দল।

Leave a Reply