বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রুহেলের পরিচ্ছন্নতা অভিযাত্রায় মীরসরাইয়ে বর্ষবরণ উদযাপন

নয়ন কান্তি ধুম,ঃ
ব্যতিক্রমী উদ্যোগে চট্টগ্রামের মীরসরাইয়ে নববর্ষ-১৪২৬ বরণ করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান- প্রেসিডিয়াম সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব-উর রহমান রুহেল। রবিবার সকালে তিনি স্থানীয় তরুনদের সাথে নিয়ে চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর বাংলো থেকে খৈয়াছরা ঝর্ণা পর্যন্ত এই পরচ্ছন্নতা অভিযান শুরু করেন। দেশপ্রেম এবং শৈল্পিক ভাবাপন্ন মানসিকতার রুহেল এবার নতুন প্রজন্মকে সাথে নিয়ে প্লাস্টিক এবং প্লাস্টিকজাতীয় পণ্যের যত্রতত্র ছড়িয়ে থাকা বোতল কিংবা প্যাকেট কুড়িয়ে পরিষ্কার পরিছন্নতা অভিযানের উদ্যোগ গ্রহন করেন নিজ ভাবনায়। এতে পরিবেশের যেমন উপকার হচ্ছে, তেমনি জনগনের মধ্যে সচেতনতার সৃষ্টি হচ্ছে। রুহেলের ব্যতিক্রমী অনুপ্রেরণায় তরুন প্রজন্ম শিখছে কর্মই মানুষকে উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করে এবং পরিস্কার পরিচ্ছন্নতা পরিবেশের ভারসম্য রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এছাড়া খাল, বিল, নদী, পুকুরে মানবসৃষ্ট ছড়িয়ে পড়া প্লাস্টিক কিংবা পলিথিন জাতীয় অপচনশীল দ্রব্য জীব-জন্তু, মৎসের অবাধ বিচরনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়৷
এ বিষয়ে মাহবুব-উর রহমান রুহেল জানান, আমাদের অগোচরে আমরা শত শত টন আবর্জনা তৈরি করছি। যা আমাদের পরিবেশকে বিপন্ন করে তুলছে। তরুনদের নিয়ে নৈসর্গিক সৌন্দর্যের তীর্থস্থান খ্যাত মীরসরাইয়ের ‘খৈয়াছরা ঝর্ণা’ পরিস্কার অভিযানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করছি। সবাই একসাথে পরিবেশ বান্ধব এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য উদাত্ত আহবান জানান রুহেল।