শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাজনৈতিক দূর্ভীসন্ধী কারনে এখনো অ¯্রম্পাদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি শিব চতুর্দশী মেলায় মেয়র আজম নাছির

আবুল খায়ের (সীতাকুন্ড প্রতিনিধি)

চট্টগ্রামের সীতাকুন্ড চন্দ্রনাথ ধামে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় তীর্থ শিব চতুর্দশী মেলা। ফাল্গুনী চতুর্দশী তিথিকে ঘিরে আয়োজিত এ ধর্মীয় মেলায় ১ম দিন মঙ্গলবার রাত ১১টা ১৮ মিনিট শিব চতুর্দশী শুরু হয়ে বুধবার রাত ১২টা পর্যন্ত থাকবে। এর পর পর আমাবশ্যাই শুরু হবে। এই মেলা উপলক্ষ্যে প্রতিবছরের মত এই বার ও মোহন্ত আস্তান বাড়ীতে সুধি সমাবেশ,ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত ধর্মীয় আলোচনা প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ¦ আজম নাছির উদ্দীন। অনুষ্ঠানে উদ্বোধক মোমবাতী প্রজলনের মাধ্যে অনুষ্ঠান উদ্বোধন করেন সংঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরী মহারাজ। এতে আরো বক্ত্যব ছিলেন পৌরসভা মেয়র আলহাজ¦ বদিউল আলম, মেলা কমিটি সভাপতি ও নিবার্হী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া,স্্রাইন কমিটি সহ সভাপতি সুখময় চক্রবর্তী,স্্রাইন কমিটির সাধারন সম্পাদক চন্দন দাস, সীতাকু- মডেল থানা ওসি (তদন্ত) মোঃ মোজাম্মেল হক, সিটি কপ্রোরেশনের কাউন্সিলর সৈবাল দাশ সুমন,মেলা কমিটির সাধারন সম্পাদক ও পৌরসভা প্যানেল মেয়র হারাধন চৌধুরী (বাবু), মেলা কমিটির সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) পলাশ চৌধুরী, পৌরসভা কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ প্রমুখ । অনুষ্ঠানে দুলাল দের সঞ্চলনায় সভাপতিত্ব করেন ¯্রাইন কমিটির সভাপতি সাধনময় ভট্টাচার্য। প্রধান অতিথি বক্তব্য বলেন আমি দায়িত্ব নেওয়ার পর আপনারা যে ধরনের সহযোগীতা চেয়েছেন তা পূরন করার চেষ্টা করেছি। এবং এই মন্দিরে উন্নয়নের জন্য আপনারা একটা মাষ্টার প্ল্যান তৈরি করুন এই ব্যাপারে আমি সর্বাত্বক সহযোগীতা করবো। তিনি আরো বলেন ধর্ম যার যার রাষ্ট সবার এই শ্লোগানকে সামনে রেখে আমাদের সবাইকে অসম্প্রাদায়িক বাংলাদেশ গডে তোলার জন্য কাজ করতে হবে।