মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রাজধানীতে আট স্থানে অবস্থান নেবে আওয়ামী লীগ

বিরোধী দলের আজকের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকবে আওয়ামী লীগ। রাজধানী ঢাকায় প্রবেশের আটটি পয়েন্টে অবস্থান নিয়ে নাশকতা প্রতিরোধ করবে তারা। এছাড়া পাড়া-মহল্লায় স্ব স্ব এলাকার নেতাকর্মীরা পতাকা মিছিল করবেন। বিকাল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত তাদের লাঠির মাথায় পতাকা নিয়ে অবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া রাজধানীর প্রত্যেক সংসদ সদস্যকে নেতাকর্মীদের নিয়ে নিজ নির্বাচনী এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতারাও এসব কর্মসূচি পালন করবেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও অবস্থান নেবেন।এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যুগান্তরকে বলেন, তারা জনগণের জানমাল রক্ষার্থে রাজপথে থাকবেন। তিনি বলেন, নেতাকর্মীরা স্ব স্ব ওয়ার্ডে সতর্ক থাকবেন। এছাড়া রাজধানীর উল্লেখযোগ্য মোড়গুলোতেও নেতাকর্মীরা অবস্থান নেবেন।বিভিন্ন সূত্রে জানা যায়, এর অংশ হিসেবে গাবতলী ও আমিনবাজার এ এলাকায় সংসদ সদস্য আসলামুল হকের নেতৃত্বে ইলিয়াস উদ্দিন মোল্লাসহ নেতাকর্মীরা; উত্তরা, আজমপুর ও বিমানবন্দর এলাকায় দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য সাহারা খাতুনের নেতৃতে; সদরঘাট, সোয়ারীঘাট ও বাবুপুরা ব্রিজ এলাকায় স্থানীয় সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে; কমলাপুর রেলস্টেশন, মালিবাগ মোড, শাহজাহানপুরের আমতলা, আইডিয়াল স্কুলের সামনে এবং কমলাপুরে আইসিডি মোড়ে স্ব স্ব স্থানীয় নেতারা অবস্থান নেবেন। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ কমলাপুর রেলস্টেশনের রাস্তায় বিক্ষোভ সমাবেশ করবে। ডেমরা, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায় সংসদ সদস্য সানজিদা খানমের নেতৃত্বে; ফার্মগেট সংসদ সদস্য আসাদুজ্জামান খান ওরফে কামালের নেতৃত্বে; মহাখালী এলাকায় স্থানীয় নেতাকর্মীরা; তুরাগ থানা এলাকায় আশুলিয়া ও আবদুল্লাপুর এলাকার নেতাকর্মীরা অবস্থান নেবেন।এদিকে শনিবার বিকালে রাজধানীর প্রায় সব কটি থানা ও ওয়ার্ডে লাঠি হাতে পতাকা মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। রাজধানীর কারওয়ান বাজার, সেগুনবাগিচা, যাত্রাবাডীসহ বিভিন্ন এলাকায় পতাকা হাতে লাঠি মিছিল করতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের।

উৎস-যুগান্তর

Leave a Reply