শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ

image_67724.taka_10507
আওয়ামী লীগের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদে জানিয়েছেন, আগামী রমজানের আগে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। টিসিবির মাধ্যমে ইতিমধ্যে কিছু পণ্য মজুদ করা হয়েছে। কিছু পণ্য সংগ্রহের অপেক্ষায় আছে। ওই সব পণ্যের মধ্যে রয়েছে চিনি, মসুর ডাল, ভোজ্যতেল, ছোলা ও খেজুর।আওয়ামী লীগের খন্দকার আজিজুল হক আরজুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশ থেকে (পরিশোধিত-অপরিশোধিত) চিনি আমদানি করা হয়। বর্তমানে চিনির বার্ষিক চাহিদা রয়েছে ১৪ লাখ মেট্রিক টন। এরমধ্যে নিজস্ব কাঁচামাল দ্বারা চিনির উৎপাদন হয় মাত্র ১ দশমিক ১৮ লাখ মেট্রিক টন।