শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ

gdp_107899

২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ ধরা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলেন, প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী ২০২১ সালে যা ১০ শতাংশে উন্নীত হবে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অধিক গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি।
এছাড়া পিপিপি প্রকল্প সমূহ দ্রুত বাস্তবায়ন কর্মসংস্থান বৃদ্ধি যোগাযোগের খাতের উন্নয়ন ও আইটি খাত উন্নয়নে নানামুখি ব্যবস্থা নেয়া হবে বলে অর্থমন্ত্রী জানান।