শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যেকোনো মূল্যে একতরফা নির্বাচন রুখে দিতে হবে : খালেদা জিয়া

images

নিজস্ব প্রতিনিধি

যেকোনো মূল্যে একতরফা নির্বাচন প্রতিহত করার  আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে পাঠিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।  বেগম খালেদা জিয়া  এ দেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার ষড়যন্ত্র চলছে। একতরফা নির্বাচন করে একদলীয় সরকারব্যবস্থা আবারো চালু করার গোপন চক্রান্ত স্পষ্ট হয়ে উঠেছে। স্বৈরাচারী শক্তির এ চক্রান্ত্র রুখতে হবে যেকোনো মূল্যে। শহীদ নূর হোসেনের দৃষ্টান্ত অনুসরণ করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সর্বোচ্চ ত্যাগস্বীকারেও প্রস্তুত থাকার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। একই সাথে দল-মত নির্বিশেষে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ল্েয সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। এ ছাড়া শহীদ নূর হোসেন দিবস উপলে পৃথক বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে তিনি শহীদ নূর হোসেনের অবদানে নব্বইয়ে অর্জিত গণতন্ত্র আবার বিপর্যস্ত দাবি করে একে মুক্ত করতে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানান। তার রূহের মাগফিরাত কামনা করেন তিনি।

Leave a Reply