বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে তালিকাভুক্ত হল-দুর্বার প্রগতি সংগঠন

received_1094626577304002

মীরসরাইয়ের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন ‘দুর্বার প্রগতি সংগঠন’। আজ থেকে ছয় বছর আগে ৭ জানুয়ারি ২০১১ সালে মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ অঞ্চলে ২৪ তরুণ সমাজ উন্নয়নের লক্ষ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করে। বলতে গেলে,খুব অল্পদিনে বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এ সংগঠন মীরসরাইয়ের মানুষের হৃদয়ে স্থান করে নেয়। সামাজিক নানা অনুষঙ্গ নিয়ে কাজ করে তারা। শিক্ষা, সংস্কৃতি, ক্রিড়া, পরিবেশ,স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তিসহ মানবতার কল্যাণে তাদের প্রত্যেকটি বৈচিত্র্যপূর্ণ পদক্ষেপ ইতোমধ্যে ব্যাপক আলোড়িত হচ্ছে। বর্তমানে এ সংগঠনের সদস্য দুইশ বিশ জন।

এসব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে এ সংগঠন বাংলাদেশ যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে যুব সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয়েছে। যার নম্বর হচ্ছে যুউঅ/চট্ট/তালিকা-৪৩৮। গত ২৪ মে বুধবার মীরসরাই যুব উন্নয়ন কার্যালয়ে সংগঠনের কার্যকরি সদস্য জিয়া উদ্দিন বাবু,  সহ অর্থ-সম্পাদক আলী হায়দার চৌধুরী ও ক্রিড়া পরিষদের সদস্য সচিব ইমতিয়াজ বাবু’র হাতে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্তি সনদ হস্তান্তর করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী আবদুল আলীম ও উচ্চমান সহকারী সাবের আহমদ।

উল্লেখ্য যে, এ সংগঠন ২০১৪ সালে বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয় থেকেও নিবন্ধন লাভ করে। যার নিবন্ধন নম্বর হচ্ছে -চট্ট.৩০৮৩/১৪।-প্রেস বিজ্ঞপ্তি