মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

‘যায় শপিংয়ে এসে বলে শো করে এসেছি!’

মাহমুদ মানজুর:

akhi

প্রথমবারের মতো পাশের দেশ ভারতে যাচ্ছেন আঁখি আলমগীর! কথাটা বিস্মিত হওয়ার মতোই। এটা কি করে সম্ভব? যেখানে আমাদের ছোট-বড় তারকা থেকে শুরু করে আমজনতারা এখন হাঁচি-কাশি দিতে হলেও ভারতে ভোঁ দৌড় দেন যখন-তখন। তার ওপর ইদানীং চলতি প্রজন্মের কণ্ঠশিল্পীরা তো কলকাতায় আসা-যাওয়া করছেন সপ্তাহান্তে। অনেকটা ঢাকা থেকে গ্রামের বাড়ি যাওয়ার মতোই দাঁড়িয়েছে বিষয়টা। কেউ সেখান থেকে অ্যালবাম বের করছেন, কেউ গাঁটের পয়সা খরচ করে কলকাতার মনোরম (!) লোকেশনে মিউজিক ভিডিও বানাচ্ছেন, আবার কেউবা কলকাতার শিল্পীদের সঙ্গে দু-একটা গান করে-ছবি তুলে ফেসবুকে এ আর রাহমান কিংবা সনু নিগম-শ্রেয়া ঘোষালের ফিল নিচ্ছেন। আফসোসের বিষয় হচ্ছে, চলতি সময়ের সংগীত শিল্পীদের কথায়-কাজে এই কলকাতা প্রীতির পুরোটাই একপক্ষ। ঠোটকাটা আঁখি এ প্রসঙ্গে বলেন, ওরা আমাদের গান শুনতে পায় না। কারণ, শোনার মতো কোন স্বাভাবিক অপশন নেই। আমাদের টিভি চ্যানেল ওখানে নেই, তাই আমাদের চেহারা দেখতে পায় না। ফলে ওরা আমাদের চলমান গান সম্পর্কে যেমন জানে না, তেমনি কে আঁখি আর পাখি- সেটা নিয়ে তাদের মাথাব্যথা নেই। এ কারণে আমি কিংবা আমরা অনেকেই স্টেজশোর আমন্ত্রণে বিশ্বের প্রায় সব দেশ ঘুরে ফেললেও পাশের ঘর ভারত-কলকাতা থেকে গাওয়ার আমন্ত্রণ পাই না। এটাই হচ্ছে নির্মম বাস্তবতা। আঁখি প্রসঙ্গক্রমে আরও বলেন, অনেকে কলকাতায় শপিং করতে যায়, আর ফিরে এসে বলে ভারত থেকে শো করে এসেছি। এমন কাজ অনেকেই হরহামেশা করছে। যেমন আমি এক জীবনে বহুবার কলকাতা-দিল্লি-মুম্বই গেছি। কিন্তু গাইতে নয়, বেড়াতে। এটা একজন শিল্পী হিসেবে আমার জন্য অনেক অসম্মানের এবং মনোকষ্টের ব্যাপার। তবে এটা ঠিক, সেখানে রুনা আন্টি, সাবিনা আন্টি, ব্যান্ড মাইলস, এলআরবি’র বেশ পরিচিতি আছে। এর বাইরে আর তেমন কোন শিল্পীকে তারা সেভাবে চিনেন বলে আমার জানা নেই। যেটা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যের। আঁখির ভাষায় ভারত নিয়ে অভিমানের বাষ্প। আর সেই বাষ্প উড়ে যাবে শিগগিরই। ডিসেম্বরে ভারতের একটি বড়সড় কর্পোরেট শো থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আঁখি বলেন, আমি তো ভেবেছি এই জনমে আর বুঝি শিল্পী হিসেবে ভারত থেকে ডাক পাবো না। না, শেষ পর্যন্ত পেয়েছি। মনে হলো মানির মান আল্লায় রাখেন। গেল সপ্তাহে চূড়ান্ত আলাপ হয়েছে আয়োজকদের সঙ্গে। তারা দুই বাংলার শিল্পী নিয়ে একটা বড়সড় আয়োজন করতে চান কলকাতায়। ভাল লাগছে ভারত থেকে প্রথম আমন্ত্রণ পেয়ে। যেমনটা লাগে না ইউরোপ-আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য থেকে ডাক পেলে। ভারতের নিমন্ত্রণ পেয়ে আঁখি বেশ উচ্ছ্বসিত। এদিকে খুব মানসিক প্রশান্তিতে আছেন প্রায় চার বছর পর নিজের নতুন একের রেকর্ডিং শেষ করেছেন বলে। এখন পরিকল্পনা করছেন দু’চারটি গানের মিউজিক ভিডিও নির্মাণের। সব ঠিক থাকলে নাম ঠিক না হওয়া অ্যালবামটি প্রকাশ পাচ্ছে আসছে জানুয়ারির প্রথম সপ্তাহে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে। আঁখি বলেন, এটা আমার ক্যারিয়ারের ১৮তম একক হবে। অ্যালবামটি নিয়ে এরই মধ্যে আর্ব এন্টারটেইনমেন্টের সঙ্গে কথা হয়েছে। সব ঠিক থাকলে জানুয়ারিতে শ্রোতাদের কানে পৌঁছাতে পারবো। উল্লেখ্য, আঁখি আলমগীরের সর্বশেষ প্রকাশিত একক অ্যালবাম ‘চোখ দিয়ে ছোঁব তোমায়’ প্রকাশ করেছে সংগীতা।

Leave a Reply