শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

যাও তবে : বনশ্রী বড়ুয়া

হে সূর্য সন্তান!
ফিরে যাও মৃত্তিকার কাছে,
শস্যদেবীর বুকে গড়ে তোল আপনলয়।
সোনাঝরা সোনালী ধানে ভরে তোল উঠোন;
মায়ের চরণে লুটিয়ে দাও হাসির বন্যা,
কাঁধে তুলে নাও প্রস্তরখণ্ড,
চাপ-তাপ-দাহ যা ছিল এতকাল শুধুই পিতার;
যত পাপ যত অভিশাপ ধরিত্রীর বুকে,
আছে অন্যায়-অবিচার যত নিয়ম লঙ্ঘন;
মুছে দাও তারে কন্ঠের মাদকতার ছোঁয়ায়;
কবিতার স্পর্শে অগ্নিও ডুবে যাক জলে।


ফিরে যাও মৃত্তিকার বুকে,
সবুজে সবুজে সোঁদা মাটির ঘ্রাণে পবিত্র হও,
অঙ্গে মাখো কাদামাটি,কন্ঠে মাখো কবিতা;
কবিতার ছন্দে গড়ে তোল অমৃতালোক,
আশীর্বাদে পুষ্ট হোক ধরিত্রী।

আপনি ছবি দিতে চাননি তাই দিলাম না। ঠিক আছে ?