শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মুহুরী প্রজেক্টে নবীন প্রবীন সমাজকর্মীদের এক মহা মিলনমেলা

নিজস্ব সংবাদদাতা ঃ
মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উপজেলার মুহুরী প্রজেক্টে সমাজকর্মীদের ৪র্থ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার ৯১টি স্বেচ্ছাসেবী সংগঠনের চারশত সমাজকর্মী অংশ নেয়। গত ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের আহবায়ক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও সদস্য সচিব নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আলহাজ¦ জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান, উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট বান্দরবানের বিভাগীয় কর্মকর্তা সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পি.এইচ.টি সেন্টারের তত্ত্বাবধায়ক সহকারী পরিচালক জসীম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) সোহানুর মোস্তফা শাহরিয়ার সহ প্রমুখ।
দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে সকালে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এবছর উপজেলার প্রবীণ সমাজকর্মী দক্ষিণ আমবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আজিজুল হক ভূইয়াকে প্রবীণ সমাজকর্মী সম্মাননা স্মারক প্রদান করা হয়। মীরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা জানান, এবারের পুনর্মিলনী মীরসরাইয়ে চতুর্থবারের মত, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। সম্মিলনটির মাধ্যমে সমাজসেবী সংগঠনগুলো উজ্জীবিত হবে, নতুন উদ্যমে সংগঠনগুলো সমাজের কল্যাণে কাজ করবে। আমি আশা করি ভবিষ্যতেও এই সম্মিলনের ধারা অব্যাহত থাকবে।
উলে¬খ্য মীরসরাই উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ২০১৬ সালে নিবন্ধিত ও অনিবন্ধিত সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরু হয়। বর্তমানে এর আওতাধীন ১৩২টি স্বেচ্ছাসেবী সংগঠন মীরসরাইয়ের উন্নয়নে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, নিরক্ষরতা, ক্রীড়া, সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির বিকাশ, যৌতুক, বাল্যবিবাহ রোধ ও মেধা বিকাশে মেধাবৃত্তি প্রদানসহ নানাবিধ সামাজিক কাজে অবদান রাখছে।