শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

‘‘মুজিব বর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র’’ : মীরসরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি :: ‘‘মুজিব বর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র’’ শিরোনামে পুলিশের সেবা জনগনের দ্বারে দ্বারে পৌছে দিতে শনিবার ( ৩১ অক্টোবর) মীরসরাই থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং ডে। মীরসরাই থানার অফিসার্স ইনচার্জ মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও এসআই রাজিব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ¦ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ জামশেদ আলম, মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আফছার, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম সিরাজউদ্দৌল্লাহ, মীরসরাই পৌর আওয়ামীলীগের সেক্রেটারী জাফর ইকবাল, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ,

কাউন্সিলর শাখের ইসলাম রাজু, কাউন্সিলর মেজবাহুল আলম চৌধুরী ইকবাল, কাউন্সিলর রিজিয়া আক্তার, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ যথাক্রমে জাহাঙ্গীর আলম, আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগন পুলিশী কার্যক্রমে আরো সেবামূলক মানষিকতায় এগিয়ে নিয়ে যাবার পরামর্শ দেন। বিশেষ করে বর্তমান সরকারের উদ্যোগে পুলিশিং বিট ও কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে জনগনের দ্বারে পুলিশ উপস্থিত হয়ে আইন শৃংখলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করা হয়।