বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই প্রেস ক্লাবে শূণ্যপদে সাধারন সম্পাদক নয়ন ধূম, সাংগঠনিক নাছির উদ্দিন

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাবের এক জরুরী সভা সোমবার ( ১০ ডিসেম্বর ) বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে সভাপতি মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক আজাদী ও দৈনিক যুগান্তর) এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার ( দৈনিক জনকন্ঠ) এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতক্রমে মীরসরাই প্রেস ক্লাব এর দুইজন দায়িত্বশীল কে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। উক্ত দুটি শূন্য পদে সর্বসম্মতিক্রমে সাধারন সম্পাদক হিসেব নয়ন কান্তি ধূম ( দৈনিক ভোরের পাতা) কে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ) কে মনোনিত করা হয়।
সভায় বক্তব্য রাখেন যথাক্রমে রণজিত ধর ( দৈনিক সংবাদ), সায়েফ উল্লাহ ( দৈনিক সংগ্রাম), আনোয়ারুল হক নিজামী ( দৈনিক মানবজমিন), শফিকুর রহমান ( প্রেস বিডি), জীবন কৃষ্ণ দেবনাথ ( আজকালের দর্পন), সাহাব উদ্দিন ( দৈনিক ডেসটিনি), ইমাম হোসাইন ( দৈনিক ইনকিলাব), রিপন গোপ পিন্টু ( পাক্ষিক খবরিকা), সানোয়ারুল ইসলাম রনি ( দৈনিক ভোরের ডাক), আব্দুল মান্নান রানা ( দৈনিক জনতা), নুর উন নবী ( সাপ্তাহিক সূর্যোদয়), কামাল উদ্দিন শাহ ( দৈনিক আল ইহসান), কামরুল ইসলাম (দৈনিক সকালের কন্ঠ), দিদারুল আলম সোহেল ( দৈনিক দৃষ্টান্ত), জুয়েল মাঝি ( সাপ্তাহিক ক্রাইম ডায়েরী), শাহ এমরান চৌধুরী ( দৈনিক নয়াপয়গাম), জাভেদ হোসাইন ( সংবাদ বাংলাদেশ), জিয়াউর রহমান জিতু ( দৈনিক লাল সবুজ), আব্দুল্লাহ আল মামুন ( সাপ্তাহিক রঙ্গের মেলা)।
উক্ত সভায় বক্তাগন প্রেসক্লাবের সকল কর্মকর্তাকে পেশাগত নিয়মনীতি মেনে নিজ নিজ কর্মস্পৃহা বৃদ্ধির আহ্বান জানান। সাংবাদিকতার মতো মহান পেশায় সততা, নিষ্ঠা ও দেশের কল্যানে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন সকলে। এছাড়া বক্তাগন সকল জাতীয়/ আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি এবং প্রতিষ্ঠিত অনলাইন পোর্টালগুলোর প্রতিনিধিগের গনতান্ত্রিক আদর্শ ঠিকানা হিসেবে মীরসরাই প্রেস ক্লাবকে গনতন্ত্র চর্চার আদর্শ ঠিকানা হিসেবে অবিহীত করেন।