বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা ও নবাগত গনমাধ্যমকর্মীগনের যোগদান

মীরসরাই প্রতিনিধি :: বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবি হত্যার আজকের এই দিবস ঐতিহাসিক ভাবে পৃথিবীর একটি মর্মান্তিক ঘটনার দিন। যে দেশে বুদ্ধিজীবিকে প্রকৃত সম্মান প্রদর্শন করা হবে না সে দেশ প্রকৃতপক্ষে কখনোই উন্নতীর উচ্চ শিখরে পৌছুতে পারবে না। গুণীজনের কদর না হলে গুণীজন জন্মায় না। শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষে মীরসরাই প্রেস ক্লাব আয়োজিত আলোচনায় দেশের সকল প্রকৃত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সকলের স্মৃতির প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষে মীরসরাই প্রেস ক্লাবের উক্ত আলোচনা সভা ১৪ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় মীরসরাই প্রেস ক্লাব মিলনায়নে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নয়ন কান্তি ধুমের সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ, বিশিষ্ট নাট্যকার মাঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, শিক্ষক ও লেখক শাহাদাত হোসেন লিটন , সঙ্গিতশিল্পী ও সাংবাদিক রণজিত ধর, মীরসরাই কলেজের বাংলা বিভাগের প্রভাষক নজরুল ইসলাম, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক স্বাগতম বড়–য়া, কবি বাকিবিল্লাহ শাহাদাত, সমমনার সাবেক সভাপতি নুরুল ইসলাম ইরান, মীরসরাই মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার হোসাইন সবুজ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান মীরসরাই উপজেলার সাধারণ সম্পাদক আবু জাফর, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, প্রচেষ্টা ছাত্র পরিষদে প্রতিষ্ঠাতা সভাপতি অনুপ দাস, প্রজন্ম মীরসরাইয়ের অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোছাইন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সানোয়ার ইসলাম রনি, সাপ্তাহিক জাগরন প্রতিনিধি রিপন গোপ পিন্টু, দৈনিক জনতা প্রতিনিধি আব্দুল মান্নান রানা, সংবাদ বাংলাদেশ প্রতিনিধি কামরুল ইসলাম প্রমুখ।


অনুষ্ঠানের আলোচ্য বিষয় শহীদ বুদ্ধিজীবি দিবস নিয়ে অতিথি বৃন্দ তাদের আলোচনায় বলেন, একাত্তরের রণাঙ্গনের ডিসেম্বরের ১৪ তারিখে দেশীয় দোসর এবং রাজাকার মিলে এদেশের জ্ঞাণী-গুণি, শিক্ষক-সাহিত্যিক, সাংবাদিদের ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়। তারা এদেশকে মেধা শুন্য করার জন্য একটি নিল নকশা আঁকেন। তা ১৪ ই ডিসেম্বর বাস্তবায়ন করেন। আমরা আজো সেই বুদ্ধি জীবিদের শুন্যতা পূরণ তকরতে পারি নি। বক্তারা আরো বলেন, শহীদ বুদ্ধি জীবিদের চেতানায় তাদের সৃজনশীল কর্মযজ্ঞকে স্মরণ করে মনের মধ্যে লালিত করে আমাদের আগামীর চলার পথে তাদের আদর্শকে বাস্তবায়নের রুপ দিতে হবে। অনুষ্ঠানে প্রেসক্লাবে নব নির্বাচিত সাধারণ সম্পাদক নয়ন কান্তি ধুম এবং সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে যোগদান করেন মীরসরাই উপজেলার প্রতিনিধিত্ব সহ যৌথ দায়িত্বপালকারী ইলেকট্রিক মিডিয়া প্রতিনিধি যথাক্রমে মো. হেদায়েত উল্লাহ (এনটিভি), সাইফুল মাহমুদ (আরটিভি), রাজন দেবনাথ (বৈশাখী টিভি) সহ প্রবীন ও নবীন ১২ গনমাধ্যমকর্মী। এর মধ্যে বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও অনলাইন প্রতিনিধিগন যথাক্রমে জীবন কৃষ্ণ দেবনাথ (আজকালের দর্পন), জুয়েল মাঝি (সাপ্তাহিক ক্রাইম ডায়েরী), শাহ এমরান চৌধুরী দৈনিক নয়া পয়গাম), মীর হোসেন (পাক্ষিখ মসি মেলা), কামরুল ইসলাম (দৈনিক মাতৃছায়া), জাবেদ হোসেন (দৈনিক সংবাদ বাংলাদেশ), জিয়াউর রহমান জিতু (দৈনিক লাল সবুজ), আবদুল্লাহ আল মামুন (দৈনিক নয়া বাংলা), মাসুদুজ্জামান রাজিব (মুক্তিযোদ্ধাকণ্ঠডটকম)। আলোচনা শেষে অতিথীগন নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।