বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই প্রেস ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত : নির্বাচন কমিশন গঠন

প্রেস বিজ্ঞপ্তি : মীরসরাই প্রেস ক্লাবের বার্ষিক সাধারন সভা শুক্রবার ( ১১ অক্টোবর) সংগঠনের কার্যালয়ে সভাপতি মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক আজাদী ও দৈনিক যুগান্তর) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম ( দৈনিক ভোরের পাতা ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সহ সভাপতি রণজিত ধর ( দৈনিক সংবাদ), যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার ( দৈনি জনকন্ঠ), প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী( দৈনিক মানবজমিন), সিনিয়র সদস্য সায়েফ উল্লাহ ( দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক সাহাবউদ্দিন ( দৈনিক ডেসটিনি), অর্থ সম্পাদক ইমাম হোসেন ( দৈনিক ইনকিলাব), তথ্য প্রযুক্তি সম্পাদক সানোয়ার ইসলাম রনি ( দৈনিক ভোরের ডাক), সদস্যগন যথাক্রমে আব্দুল মান্নান রানা ( দৈনিক জনতা), জাবেদ হোসাইন ( সংবাদ বাংলাদেশ), জিয়াউর রহমান জিতু ( দৈনিক খোলা কাগজ), কামরুল হাসান( মাই টিভি), মীর হোসেন ( পাক্ষিক খবরিকা) দিদারুল আলম সোহেল ( ফ্রীল্যান্স) প্রমুখ। সভায় উপস্থিত হতে না পেরে টেলিকনফারেন্সে যোগ দিয়ে একাত্মতা জানান নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ) সাইফুল ইসলাম ( আরটিভি) ও মহিউদ্দিন ওসমানি ( দৈনিক ডোনেট বাংলাদেশ) ।


সভায় বিগত দিনের কর্মকান্ড তুলে ধরে সংগঠনের আয় ব্যয় তুলে ধরেন কর্মকর্তাগন। সভায় মীরসরাই প্রেস ক্লাবের বর্তমান কমিটির বিলুপ্ত এবং সর্বসম্মতক্রমে আগামী সেশন এর কার্য নির্বাহী পরিষদ গঠনকল্পে নির্বাচন কমিশন গঠন করা হয়। নবগঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। নির্বাচন কমিশনারবৃন্দ যথাক্রমে কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী, চট্টগ্রাম প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ দেবদুলাল ভৌমিক, দৈনিক যুগান্তরের সহ সম্পাদক হিমেল চৌধুরী ও দৈনিক আজকের কাগজের সাবেক ষ্টাফ রিপোর্টার এ্যাডভোকেট নারায়ন চন্দ্র।