শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৫%, জেবি সেরা

jb pic
নিজস্ব প্রতিনিধি ঃ

এবার মীরসরাইতে এসএসসি পরীক্ষায়  ৪৬টি উচ্চ বিদ্যালয়ে ৪ হাজার ৮’শ ৪০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪ হাজার ১’শ ১৪ জন। পাশের হার ৮৫%। জিপিএ-৫ পেয়েছে ২’শ ৩০ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মীরসরাই উপজেলার পাশের হার ৮৩.৯৯%। দাখিল পরীক্ষায় উপজেলার ২৫টি মাদরাসায় ৯’শ ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৭’শ ৫৬ জন। পাশের হার ৭৯.৬৬%। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৬.২০%। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার একটি মাত্র বিদ্যালয় খইয়াছরা উচ্চ বিদ্যালয়ে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৮ জন। পাশের হার শতভাগ। জিপি-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। বোর্ডে পাশের হার ৭৮.৬৯%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, মিরসরাইতে এসএসসিতে শতভাগ পাশ করেছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়, আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ ও ৭৯ জন জিপিএ-৫ নিয়ে উপজেলাতে প্রথম হয়েছে জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়। আর মাদরাসাতে শতভাগ পাশ করেছে নুরুল উলুম ইদ্রিছিয়া দাখিল মাদ্রাসা ও হযরত শাহ্ সূফী মাওলানা নূর আহমদ (রাঃ) দাখিল মাদ্রাসা। জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান জে, বি, থেকে এবার ১৯৫ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৩০ জন গোল্ডেনসহ ৭৯ জন এ+, ৮২ জন এ এবং ৪ জন এÑ গ্রেড পেয়েছে।