বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল আমিন গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) রাত ১২ টার সময় চট্টগ্রাম শহরের কাট্রলী এলাকার সিডিএ ১ নং সড়কের সামনে থেকে তাকে সাদা পোষাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের চট্টগ্রাম কার্যালয়ে নিয়ে যায়।
মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় নুরুল আমিন চেয়ারম্যান বাসায় প্রবেশের সময় সাদা পোষাকে পুলিশ তাকে আটক করেছে। এর আগে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় পুলিশ তার গ্রামের বাড়িতে তল্লাসী করে।
এদিকে নুরুল আমিন চেয়ারম্যানকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আবুল হাসেম বক্বর, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এম এ হালিম, সাবেক চাকসু ভিপি নাজিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক কাদের চৌধুরী,সাবেক যুগ্ম সম্পাদক ও মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাহ উদ্দিন, মীরসরাই উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী, উত্তর জেলা কৃষদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লতিফী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মোঃ আলমগীর, সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল ইসলাম মিয়াজী, সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক কমিশনার নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবছার চেয়ারম্যান, মঞ্জুরুল হক বাহার, অবদুর রহিম বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, কালাম চেয়ারম্যান প্রমুখ। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে নাশকতার ৮টি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।