শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ১৫ দিনব্যাপী স্বাধীনতা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ
মহান স্বাধীনতার মাস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রামরে মীরসরাইয়ে আগামী ১৬ র্মাচ শুক্রবার থেকে ১৫ দিনব্যাপী শুরু হচ্ছে স্বাধীনতা মেলা। উক্ত স্বাধীনতা মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভা গত ১৩ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টা ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে মেলা উদযাপন পরষিদরে চেয়ারম্যান শেখ আতাউর রহমান এর সভাপতিত্বে এবং মহাসচবি মাষ্টার কবির আহম্মদ নিজামী সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, ১৩নং মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আলা উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী,বারইয়ার হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এনামুল হক মাষ্টার সহ প্রমুখ।
উক্ত প্রস্তুতি আরো উপস্থিত ছিলেন ১১নং মঘাদিয়ার চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মীরসরাই উপজেলার ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল সহ প্রমুখ।
স্বাধীনতা মেলা উদযাপন পরিষিদরে আয়োজনে মীরসরাই উপজলোর আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে মেলা অনুষ্ঠতি হবে।
মেলা উদযাপন পরষিদরে চেয়ারম্যান শেখ আতাউর রহমান ও মহাসচবি মাষ্টার কবির আহম্মদ নিজামী জানান ১৫ দিনব্যাপী মেলার ১৬মার্চ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণর্পূতমন্ত্রী ইঞ্জনিয়িার মোশাররফ হোসনে এমপি। সাংস্কৃতকি উপ-কমটিরি আহবায়ক নাট্যকার মঈন উদ্দনি আহম্মদ চৌধুরী সেলিম জানান, মেলা উপলক্ষে প্রতিদিনের র্কমসূচেিত রয়েেছ স্মৃৃতচিারণ, সাংস্কৃতকি অনুষ্ঠান, নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনী দিন থাকছে আবুতোরাব উচ্চ বিদ্যালয়রে পরিবেশনায় মনোমুগ্ধকর সাংষ্কৃতকি পরবিশেনা।