শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে হিজড়া-রেলওয়ে কর্মচারী সংঘর্ষ, আহত ২০, আটক ১

songorso_15890_0

বারইয়ারহাট ব্যুরো : চট্টগ্রামের মীরসরাইয়ে হিজড়া-রেলওয়ে কর্মচারী সংঘর্ষে একজন রেলওয়ে কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় একজন হিজড়াকে আটক করতে পেরেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার চিনকি আস্তানা রেল স্টেশনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ছাড়া চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা ট্রেনে একজন হিজড়ার সাথে রেলওয়ে কর্মকর্তার বাকবিতণ্ডা হয়। ট্রেনটি ৯টার দিকে চিনকি আস্তানা রেল স্টেশনে পৌঁছালে একদল হিজড়া ঐ রেলওয়ে কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় কয়েকজন রেলওয়ে কর্মীও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মঈনুল হোসেন মজুমদার নামে এক রেলওয়ে কর্মকর্তাসহ অন্তত ২০জন আহত হয়। আহত হিজড়াদের নাম পাওয়া যায়নি। আহত অবস্থায় রেলওয়ে কর্মকর্তাকে বারইয়ারহাটস্থ সেবা ইনসান হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ ঘটনস্থলে গিয়ে একজন হিজড়াকে আটক করে থানায় নিয়ে যায়। জোরারগঞ্জ থানার এসআই আলমগীর হিজড়া আটকের ব্যাপারটি স্বীকার করলেও আটককৃত হিজড়ার নাম প্রকাশ করেনি।

Leave a Reply