শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিতকরী’র ফ্রী ব্লাডগ্রুপিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
মহান বিজয় দিবস উপলক্ষ মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হিতকরী ‘ফ্রী ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ‘HK HELP BLOOD GROUP’ এর সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ব্লাডগ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় আবুতোরাব বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ‘হিতকরী পাঠগৃহে’ ব্লাডগ্রুপিং উদ্বোধন করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসাইন মাস্টার।

এসময় বিজয় দিবসের এক র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি আবুতোরাব দক্ষিন বাজার হয়ে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পদক্ষিন হয়ে হিতকরী পাঠগৃহের সামনে এসে শেষ হয়।

সাড়ে ৩শত মানুষকে ফ্রী ব্লাডগ্রুপিং সেবা দেয়া হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, সাধারন মানুষ ও জনপ্রতিনিধিসহ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে ‘ফ্রী ব্লাডগ্রুপিং’ সেবা দেয়া হয়।

এসময় ব্লাডগ্রুপিং কার্যক্রম পরিদর্শনে আসেন, মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আলা উদ্দিন, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার, মায়ানী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো: মোজাম্মেল হোসেন, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রবিউল হোসেন নিজামী, জাহাঙ্গির আলম, মহরম আলী, মিহির চক্রবর্তী, জামাল উল্লাহকে, সাইফুল ইসলাম, মো: নুরুজ্জামান, নুরুল বারী মিরাজ, রাহেলা আক্তার, ফরিদা আক্তার, রাহেলা আক্তার নাহিদা, ইউপি সদস্য আলা উদ্দিন, ইউপি সদস্য শামসুদ্দোহা প্রমুখ।