শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে স্বাধীনতা মেলায় আবু সুফিয়ান ।। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে

1 pic

নিজস্ব প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ মহান স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের ইজ্জ্বতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনাত বিরোধী চক্র বিভিন্ন সময়ে আমাদের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করেছে। তাই নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাসন জানাতে হবে।

গত ২২ মার্চ মিরসরাই স্বাধীনতা মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রূপালী ব্যাংকের পরিচালক সাংবাদিক আবু সুফিয়ান। স্বাধীনতা মেলা উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামীর উপস্থাপনায় আবু সুফিয়ান আরো বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে পাকিস্তানিদের হাত থেকে মুক্তি দিয়েছেন আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছবো ইনশাআল্লাহ।

স্বাধীনতা মেলা পরিষদের কো-চেয়ারম্যান এম আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম আজাদ, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুর কাদের চৌধুরী, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আরিফ মঈনুদ্দীন প্রমুখ।