বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সেচ্চাসেবী সংগঠন দুর্বারের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ

 

নিজস্ব প্রতিনিধিঃ সবুজের মীরসরাই গড়তে দুর্বার প্রগতি সংগঠন প্রায় প্রতি বছরই বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ সপ্তাহের আয়োজন করে থাকে। সে ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট (শনিবার) প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ প্রাঙ্গনে পেয়ারা গাছের চারা রোপনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবছার উদ্দীন। এসময় প্রতিষ্ঠানের আটশ শিক্ষার্থীর মাঝে দুইটি করে চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ কলেজের সহকারি অধ্যাপক ওমর ফারুক, সহকারি অধ্যাপিকা শামসুন নাহার ও হাসিনা আক্তার, সংগঠনের সভাপতি আশিষ দাশ, সাংগঠনিক সম্পাদক সৈকত চৌধুরী , সহ দপ্তর সম্পাদক নাহিদুল আনসার, অর্থ সম্পাদক আলি হায়দার চৌধুরী, সহ অর্থ সম্পাদক রানা মজুমদার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন রাকিব, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, ক্রীড়া পরিষদের আহবায়ক আশ্রাফ উদ্দীন, সমাজকল্যাণ উপ-পরিষদের সদস্য সচিব মেজবাহ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি উপ-পরিষদের আহবায়ক ইমরুল হাসান পলিন, সদস্য ফখর উদ্দীন, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, সাজিদ উল্লাহ, মঈনুল হক তুহিন, আল আমিন, নুর উদ্দিন শাকিল, আলাউদ্দিন, জামশেদ আলম চৌধুরী অপু, রেহান অপু , মনির হোসেন পাভেল, আসিফুল ইসলাম প্রমুখ।

এছাড়া সপ্তাহব্যাপী এ কর্মসূচীতে স্থানীয় গ্রামীন সড়কের দু-পাশে ও অনাবাদি জায়গায় গাছের চারা রোপন করা হয় এবং স্থানীয় স্কুলের শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে চারা বিতরণ করা হয়। সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপ প্রায় আড়াই হাজার গাছের চারারোপন ও বিতরন করা হয়। বিতরণকৃত গাছের চারার মধ্যে রয়েছে মেহগনি, কড়ই, মিনিজিয়াম হাইব্রিড, আকাশমনি, শীল কড়ই, পেয়ারা ও জাম্বুরা। এ আয়োজনের সহযোগিতায় ছিলেন চট্টগ্রামে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো।