বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সিএনজি-কাভার্ড ব্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৩

sorok

আজ দুপুর ১২.৩০ মিনিটে মীরসরাইয়ে আবুতোরাব-বড়তাকিয়া সড়কের তেতুল তলায় সিএনজি-কাভার্ড ব্যানের (চট্ট মেট্টো-১১-০৪২১) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিন জন  আহত হয়েছেন। নিহত সুফিয়া বেগম (৪৫) মধ্যম মিঠানালা হাদিমুছা গ্রামের প্রবাসী নুরনবী‘র স্ত্রী। তিনি আবুতোরাব থেকে বড়তাকিয়া যাচ্ছিলেন। এই সময় সিএনজিতে থাকা আরো তিনজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা যায়, দূর্ঘটনার পর চালক সিএনজি নিয়ে পালিয়ে যায়। আবুতোরাব-বড়তাকিয়া সড়কের সিএনজি সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, যে সিএনজির সাথে কাভার্ড ব্যানের মখোমুখি সংঘর্ষ হয়েছে সে সিএনজির নাম্বার আমার জানা নেই। তবে রাত ৮টার পর জানা যাবে। এই বিষয়ে মীরসরাই থানার কর্মরত অফিসার এসআই নকিবুলের সাথে কথা বললে তিনি জানান, আমরা দূর্ঘটনার কথা শুনার পর ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে কাভার্ড ব্যান পাওয়া গেলেও আমরা যাওয়ার আগেই সিএনজি নিয়ে চালক পালিয়ে যায়।তিনি আরো বলেন, এ বিষয়ে নিহত সুফিয়া বেগমের পরিবার মামলা বা জিডি করেনি। স্থানীয় হাসপাতাল থেকে নিহতের পরিবার লাশ নিয়ে যায়। নিহত সুফিয়া বেগমের ছোট ছেলে নাজিম জানান, যেহেতু দূর্ঘটনায় আমার মা নিহত হয়েছে সেহেতু আমরা কেন মামলা করব।