শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে সাহিত্য পত্রিকা মাসিক দুর্বার এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা-সাহিত্য রুখবে জঙ্গিবাদ

_79001824_n

নিজস্ব  প্রতিনিধি ॥
‘সাহিত্য হোক বাঙালী চেতনার ধ্র“বতারা’ এবং ‘সাহিত্য রুখবে জঙ্গিবাদ’ এই শে¬াগানকে ধারণ করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা মাসিক দুর্বার এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৪টায় মীরসরাই প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, আবৃত্তি, গান এবং সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর্বার সম্পাদক রাজিব মজুমদার এর সঞ্চালনায় এবং মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, সংগীতশিল্পী অধ্যাপক আখতারুজ্জমান, সীতাকুন্ড কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, কবি শাহাদাৎ হোসেন লিটন, সংগীত শিল্পী ও সাংবাদিক রণজিত ধর, শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল, কবি সাইফুদ্দীন মীর শাহীন, ছড়াকার শামীম খান যুবরাজ, মাসিক দুর্বার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক নিজামী, দলিল লিখক তাপস কুমার সিংহ, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন, বৈশাখী টেলিভিশন ফেনী জেলা প্রতিনিধি রাজন দেবনাথ, প্রজন্ম মীরসরাই’র সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, দুর্বার প্রগতি সংগঠনের সদস্য সৌরভ, দুর্বার উপদেষ্টা বাবুল সেন প্রমুখ। সংগীত শিল্পী রণজিত ধরের কণ্ঠে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ‘শরৎ বাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে’ গানটি গেয়ে শোনান অধ্যাপক আখতারুজ্জমান, এরপর কবি নির্মলেন্দু গুণের ‘কিছুই সহজ নহে’ কবিতাটি আবৃত্তি করেন প্রতাপ বণিক রানা, ‘এই পৃথিবীর পরে’ গানটি গেয়ে শোনান বৈশাখী চক্রবর্তী, তন্দ্রা দাসের কণ্ঠে ‘ গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ’, এরপর ছোট্টবন্ধু তানজু ও তাকিফ আবৃত্তি করেন ছড়া, রিপা শর্মা গান গেয়ে শোনান ‘ ভেঙ্গে মোর ঘরের চাবি’ এবং নিপা মজুমদারের কণ্ঠে ‘আমার গানের মালা আমি করবো কারে দান’ গানটি পরিবেশিত হয়। কবি শামসুর রাহমানের ‘ তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি আবৃত্তি করেন তাসনিম মাহবুব তানহা, আফনা’র কণ্ঠে ‘এই যে আমার মাতৃভূমি’ এবং ছোট্ট বন্ধু আবদুল¬াহ আল আরীব এর কণ্ঠে ‘হাওয়া দমে দেখো তারে’ গানটি শুনে বিমোহিত হন শ্রোতাবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শরীফ উদ্দিন শিবলু, সাহাব উদ্দিন, এম ইমাম হোসেন, রিপন গোপ পিন্টু, শাহাদাত হোসেন, তৌহিদুল ইসলাম, গৌবিন্দ কুমার নাথ, মিলন নাথ, পলাশ দত্ত, সুফল দেবনাথ, অনুপ ধর বুলবুল, জাহাঙ্গীর আলম, সানোয়ার রণি, সোহেল মীরজাদা, তাহের আহম্মদ রাজু প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। মাসিক দুর্বার এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দুর্বার 7354_n

পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, প্রজন্ম মীরসরাই, ফেনী প্রেস ক্লাব,  পাক্ষিক খবরিকাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মীরসরাই সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতি যেখানে চর্চা করা হয় সেখানে জঙ্গিবাদের জন্ম হয়না। একমাত্র সাহিত্যই রুখতে পারে জঙ্গিবাদ। তাই গান, কবিতা ও সাহিত্য আড্ডা বেশি বেশি করে করতে হবে।