শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধিঃ অখিল অধিশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে রবিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। প্রথমে মিঠাছরা মহামায়া মন্দির থেকে হাজারো নারী পুরুষের অংশগ্রহনে শোভাযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিক্রমা করে মীরসরাই কেন্দ্রীয় জগদ্বীশ^রী কালী মন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়া সকালে উপজেলার জোরারগঞ্জের দেওয়ানপুর ইস্কন শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট মন্দির কমিটির উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মীরসরাইয়ে মঙ্গল শোভাযাত্রার পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মীরসরাই জন্মাষ্টমী পরিষদের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে এবং মীরসরাই পূজা কমিটির সাধারণ সম্পাদক সজল শীলের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, চেয়ারম্যান নুরুল মোস্তফা, চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম কুমার শর্মা, মীরসরাই হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামলেন্দু দাশ, মীরসরাই জগদ্বীশ^রী কালী বাড়ি কমিটির সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক জহরলাল নাথ অভি, উপজেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক পরিমল রায় প্রমুখ।

শুভ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন মঠ, মন্দির, গীতা স্কুলসহ হাজারো ভক্তবৃন্দ অংশগ্রহন করে।