বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। র‌্যাব-৭ ফেনীর একটি দল গত রবিবার (২০ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার কাঠ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ফেনী জেলার ফেনী থানার চরলাল গ্রামের মৃত হোসেন আহম্মদের পুত্র রিয়াজ উদ্দিন রিয়েলকে (২৭) গ্রেফতার করে।
র‌্যাব-৭ ফেনীর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ফেনী মডেল থানাধীন লালপুল এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় একজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বারইয়ারহাট বাজারের কাঠ মার্কেট রিয়া ফার্ণিচারের সামনে বিকাল সাড়ে ৪ টার সময় উপস্থিত হওয়ামাত্র রিয়াজ উদ্দিন রিয়েল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের উপর সঙ্গীয় অপরাপর র‌্যাব সদস্যদের সহযোগিতায় তাকে কৌশলে আটক করা হয়। আটককৃত রিয়াজের দেহ তল্লাশী করে তার কোমরের ডান পাশে পরিহিত জিন্স প্যান্টের ভিতর গোঝা অবস্থায় ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিয়াজকে এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।