শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে মুজিব বর্ষের ক্ষণ গননা শুরু

নিজস্ব প্রতিনিধি ॥

সারা দেশের মত মীরসরাই উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে মুজিব বর্ষের ক্ষণ গননা শুরু হয়েছে। জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ই জানুয়ারি রোজ শুক্রবার বিকাল ৩টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খানের সঞ্চালনায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, মুজিব বর্ষ উপলক্ষে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একটি স্থায়ী মুজিব মঞ্চ স্থাপন করে বছর ব্যাপী নানান কর্মসূচীর আয়োজন করার ঘোষণা দেন।

এবারই প্রথম ব্যতিক্রমী উদযাপনে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর সেই প্রত্যাবর্তনের দৃশ্য প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। এরপর বিকাল ৫টায় সারা দেশের মত মীরসরাই উপজেলায়ও ঢাকা থেকে এক যোগে মুজিববর্ষের লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়িও উদ্বোধন করেছেন তিনি।

মীরসরাই উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর ভূঁইয়া, মহাকবি কাইয়ুম নিজামী, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মীরসরাই পৌরসভার চেয়ারম্যান গেয়াস উদ্দিন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকছুদ আহমদ চৌধুরী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঁইয়া, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ প্রমুখ।