শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে মায়ানী ইউনিয়নে নগর উন্নয়ন অধিদপ্তর এর আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে নগর উন্নয়ন অধিদপ্তর এর “চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার উন্নযন পরিকল্পনা প্রণয়ন: সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনাকে ভূমি ব্যবহারের মাধ্যমে সম্পৃক্তকরণ” প্রকল্প এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টা মায়ানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীর’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবীদ সাইফুর রহমান, অরো উপস্থিত ছিলেন সিনিয়র নগর পরিকল্পনাবীদ ও প্রকল্প পরিচালক আহম্মেদ আক্তারুজ্জামান, মায়ানী ইউপি সদস্য দিদার এলাহী, মাহফুজ মিয়া, রবিউল হক আজাদ, তরজু বড়ুয়া, নজরুল ইসলাম, সামছুদ্দৌহা, মহি উদ্দিন, মীর কাশেম, গনি আহম্মেদ, সংরক্ষিত আসনের সদস্য জাহানারা বেগম, নিরুপমা বড়ুয়া, মাহমুদা আক্তার, ইউপি সচিব ফজলুল হক শাহ্, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ ও মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহেদ হোসেন।
সভায় মায়ানীকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তুলার জন্য উন্মুক্ত আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় মায়ানী ইউনিয়নের বিভিন্ন সমস্যাসমূহ চিহ্নিত করা হয়। এর ভিত্তিতে একটি আধুনিক মায়ানী গঠনে কাজ করবে নগর উন্নয়ন অধিদপ্তর।