বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে মহাসড়কের পাশ্বস্থ নির্মানাধিন অবৈধ স্থাপনা গুড়িয়ে উচ্ছেদ

সানোয়ার ইসলাম রনি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা ও পৌরসদর এলাকায় নির্মানাধিন কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করে উপজেলা প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষ।
মহাসড়কের পার্শ্বে সোমবার ( ১০ ডিসেম্বর) উক্ত অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলার নির্বাহী ম্যাজিষ্টেট সহকারি কমিশনার ভূমি কায়সার খসরু। তিনি জানান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরের মারুফ মডেল নিকটবর্তি পূর্বপার্শ্বে স্থানীয় জনৈক ব্যক্তি রাজনৈতিক পরিচয়ে মহাসড়কের জায়গা ও সরকারি খাল দখল করে মার্কেট নির্মান করছিল। আবার একইভাবে উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয় নিকটবর্তি মহাসড়কের পার্শ্বে ও স্থায়ী পাকা স্থাপনা নির্মান করছিল অপর এক ব্যক্তি। সওজ কর্মকর্তাদের নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দুপুর ১২ টা থেকে দিনভর এসব নির্মানাধিন মার্কেট ও স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেন। এস ল্যান্ড কায়সার খসরু আরো বলেন পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জমিতে যেসব অবৈধ স্থাপনা আছে সব উচ্ছেদ করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের ফোরলেন সার্ভেয়ার অনুপম শর্মা, মীরসরাই সদর ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলী, সাজ্বাদ হোসেন ও থানা পুলিশ প্রতিনিধি ।