শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে মহান বিজয় দিবস উৎযাপন

নিজস্ব প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে মীরসরাইয়ে মহান বিজয় দিবস উৎযাপন করা হয়। সকাল ৭ টায় মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, সহকারি কমিশনার ভূমি কায়সার খসরু, সার্কেল এএসপি সার্কেল সামছুদ্দিন, মীরসরাই থানার ওসি জাহিদুল কবির সহ মীরসরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন। এসময় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে যথাক্রমে মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মীরসরাই ও জোরারগঞ্জ থানা, উপজেলা আওয়ামীলীগ, মীরসরাই পৌরসভা, মীরসরাই প্রেস ক্লাব, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, শান্তিনীড়, দুর্বার, অপকা, হাসপাতাল এসোসিয়েশান, পল্লী চিকিৎসক এসোসিয়েশান সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সকাল ৯টায় মীরসরাই ষ্টেডিয়ামে এক কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটদল কুচকাওয়াজে অংশ নেয়।
মীরসরাই প্রেস ক্লাবের পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন যথাক্রমে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ সভাপতি রণজিত ধর, সাধারন সম্পাদক নয়ন কান্তি ধূম, যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, অর্থ সম্পাদক ইমাম হোসাইন, তথ্য প্রযুক্তি সম্পাদক সানোয়ার ইসলাম রনি, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন সদস্যগন যথাক্রমে সাংবাদিক সায়েফ উল্লাহ, প্রভাষক স্বাগতম বড়–য়া, কামাল উদ্দিন শাহ, মীর হোসেন, শাহ এমরান চৌধুরী,রিপন গোপ পিন্টু, কামরুল ইসলাম, আব্দুল মান্নান রানা, দিদারুল আলম সোহেল, কামরুল হাসান, জাবেদ হোসাইন, ও জিয়া উদ্দিন জিতু।
বিজয় দিবসের আয়োজনের মধ্যে রয়েছে বিকাল ৩টায় জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক মুক্তিযোদ্ধা সমাবেশ এর আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।