শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ

মীরসরাই পৌরসভায় মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মীরসরাই থানা প্রাঙ্গনে ঔষধ প্রয়োগের মাধ্যমে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র গিয়াস উদ্দিন।
এই সময় আরো উপস্থিত ছিলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির, মীরসরাই পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, পৌর সচিব সমর কান্তি চাকমা, কাউন্সিলর জহির উদ্দিন, নূর নবী, প্রকৌশলি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ প্রমুখ।
মীরসরাই পৌরসভার সচিব সমর কান্তি চাকমা জানান, পৌরসভার নিজস্ব অর্থায়নে মশা নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। পৌর এলাকার অর্ন্তভূক্ত সকল স্থানে মশা নিধন ঔষধ প্রয়োগ করা হবে। এই কার্যক্রম মশার উৎপাত না বন্ধ হওয়া পর্যন্ত চলবে।