মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আর্থিক ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক::
মীরসরাইয়ে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সোমবার (১১ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেপজা অর্থনৈতিক অঞ্চল ভরাট কাজে নিয়োজিত মূল ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করে দেয়। এতে করে উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের বিনিয়োগকৃত প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। পথে বসেছে অর্ধশত বিনিয়োগকারী। এ বিষয়ে প্রতিকার চেয়ে বেপজার প্রকল্প পরিচালক ও জোরারগঞ্জ থানা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সরকারের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের অংশীদার মিহির কান্তি নাথ, এবিএম সাব্বির আহম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াহিদ কন্সট্রাকশনের প্রকল্প পরিচালক রেজাউল করিম জানান, বেপজা অর্থনৈতিক অঞ্চলে মাটি ভরাট কাজে নিয়োজিত উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্ট্রারপ্রাইজ চুক্তির শর্ত ভঙ্গ করায় তাদের কার্য্যাদেশ বাতিল করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওরা (এমবি-এমই-ডিপি) আমাদের কাছে কোন টাকা পাবে না। ওদের কাছে আমরা উল্টো টাকা পাবো।