শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে বাড়ী বাড়ী গিয়ে খাবার পৌছে দিলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

মীরসরাই প্রতিনিধি :: মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল পৌছে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। উপজেলার প্রতিটি ইউনিয়নে রবিবার ( ২৯ মার্চ) সকাল থেকে দিনভর সহ¯্রাধিক পরিবারে উক্ত খাবার সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়া হয়। আজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ৩নং জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান মকছুদ আহাম্মদ চৌধুরী, ৫ নং ওচমানপুর ইউপি চেয়ারম্যান মফিজ সারেং, ৮নং দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব, ৯নং মীরসরাই ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন প্রমুখ। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন এসময় বলেন সারা বিশ্ব আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের দেশের জনগন ও এই সময় পৃথিবীর সার্বিক অবস্থার প্রেক্ষিতে নিজেরাই নিজ নিজ ঘরে অবস্থান করছে। এতেই প্রতিয়মান আমরা অবশ্যই একটি সুশৃংখল জাতি।

আর সবাই মিলে আমরা এই ক্রান্তিকাল পার করে প্রাণঘাতি করোনার বিপক্ষে বিজয়ী হবেই ইনশাআল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন আমাদের সবাইকেই এখন পরিস্কার পরিচ্ছন্নতা, দুঘন্টা পর পর হাত ধোয়া, বাড়ির আসপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা, অহেতুক একাধিক মানুষ একসাথে না থাকা সহ সরকারের সকল নির্দেশনা মেনে চলতে হবে। সরকারে পরবর্তি ঘোষনা পর্যন্ত সচেতন থাকলে পৃথিবীর এই মহামারি করোণাকে প্রতিরোধ করা সম্ভব। তাই সকলেই এই মুহুতে দেশ সমাজ র্ও নিজেদের বাঁচাতে সাহায্য করুন। তিনি আরো বলেন যাদেরই খাবার বা জরুরী প্রয়োজনে স্থানীয় চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করুন। আমরা ও জনগন এবং জনপ্রতিনিধিগনের পাশে আছি থাকবো।