শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১৯১ টি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের পৃথক টিমের অংশগ্রহনে ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৮টি ভেন্যুতে শনিবার ( ২২ জুন) বিকাল ৪টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা টুর্ণামেন্ট একই সাথে শুভ উদ্বোধন করা হয়। স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভায় পৃথক টিম দ্বারা এই খেলার উদ্বোধন করা হয় দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে।


দুর্গাপুরের মাঠে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষিকা কামরুজ্বাহান এর সঞ্চালনায় টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, জনার্দনপুর বিদ্যালয়ে সভাপতি প্রদীপ কুমার নাথ, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, মীরসরাই উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক আজিজুল হক, ক্ষুধিরাম দাস, অর্জুন কুমার নাথ প্রমুখ ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথী উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন খেলাধুলাই সকল সামাজিক অবক্ষয় ও শারিরিক অসুস্থতা থেকে সুন্দর ও নির্মল রাখতে পারে পুরো জাতি ও সমাজকে। আর তাই পড়ালিখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ আজকের ও আগামীর সকল শিশুদের জন্য অতি গুরুত্ববহ। তিনি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকগনকে উক্ত টুর্ণামেন্ট উদ্বোধনে সর্বাত্বক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান জানান উক্ত টুর্ণামেন্টে উপজেলার ১৯১টি শিক্ষা বিদ্যালয় অংশগ্রহন করছে। জুনের মধ্যে ইউনিয়ন পর্যায়ে শেষ হয়ে এরপর জুলাই এর শুরু থেকেই উপজেলা পর্যায়ের ম্যাচ শুরু হবে। এরপরই চূড়ান্ত ম্যাচ সূচি জানানো হবে।