বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ফুটবলবিশ্বকাপ ও আসন্ন রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন

ওমর ফারুক ইমন: একদিকে তীব্র গরম, অন্যদিকে আসন্ন মাহে রমজানও ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিদ্যুত চাহিদানুযায়ী পাচ্ছেন না মীরসরাইবাসী। নিরিবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ইতিপূর্বে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কিন্তু এবার উপজেলার বাণিজ্যিক রাজধানীখ্যাত বারইয়ারহাট পৌরসভার সেঞ্চুরী মার্কেটের ব্যবসায়ীদের আয়োজনে ফুটবল বিশ্বকাপ ও আসন্ন মাহে রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার সেঞ্চুরী মার্কেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বারইয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ী ছাড়াও ভিবিন্নস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে। প্রায় ২০ মিনিট স্থায়ী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সেঞ্চুরী মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি মাষ্টার শাহজাহান, সাধারণ সম্পাদক কামরান সরোওয়ার্দী, উপদেষ্টা আবুল কাশেম, সাইফুল ইসলাম, বারইয়ারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী কামরুজ্জামান চৌধুরী জুয়েল, এনামুল হক, বেলায়েত হোসেন, নজরুল ইসলাম সুমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফুটবল বিশ্বকাপ ও আসন্ন মাহে রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। মীরসরাইয়ে বিদ্যুতের চাহিদা পূরণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো উদ্যোগী হওয়ার আহবান জানান বক্তারা।