শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ১৫ অক্টোবর ; প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫০জন

মীরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মীরসরাইয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-কে সামনে রেখে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বৈধ প্রার্থীদের নাম প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। বিরামহীন প্রচারণায় নেমেছেন প্রার্থীরা, জমে উঠেছেও নির্বাচনী মাঠ। স্কুলে স্কুলে গিয়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার নির্বাচনে ২৫ পদে ৫০জন প্রার্থীকে বৈধ প্রতিদ্বন্দ্বী ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার শাহাদাত উল্লাহ কাজ্বেমী ও সহকারী নির্বাচন কমিশনার মোজাম্মেল হক মিয়াজী । আগামী ১৫ অক্টোবর ৮টি কেন্দ্রে ৯৬৭ জন ভোটার ব্যালটে প্রার্থী নির্বাচন করবেন। মঞ্জু-আজিজ ও মফিজ-কালাম প্যানেলে নির্বাচনী হাওয়া ইতিমধ্যে পুরো মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষকদের মাঝে এক রকম আনন্দ বিরাজ করছে।

Teacher Pic-02

 

এদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালামের প্রার্থীতা বাতিলে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিদ্বন্দ্বী আজিজুল হক নিজামী।
মঞ্জু-আজিজ প্যানেলে নির্বাচনে লড়ছেন সভাপতি পদে মঞ্জুর কাদের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মজহারুল হক, নিহার কান্তি রায়, নুরুল করিম, মানিক চক্রবর্তী, এএসএম সাইফুল্যাহ, মোহাম্মদ মাঈন উদ্দিন, শিউলী রায়, অনিমা রাণী নাথ, রাশেদা বানু, সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল গনি, যুগ্ন সম্পাদক নুরুজ্জামান শাহীন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জিন্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার দে, দপ্তর সম্পাদক জহর লাল চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক নুুরুল করিম, স্কাউট সম্পাদক কানু চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রনব কান্তি নাথ, সমবায় বিষয়ক সম্পাদক গৌপি কুমার দাশ, মহিলা বিষয়ক সম্পাদক জরিনা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক বিবি আছমা।

Mirsarai Teacher Election Pic

মফিজ-কালাম প্যানেলে নির্বাচন যুদ্ধে মাঠে নেমেছেন সভাপতি পদে মফিজুল হক, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, নাসির উদ্দিন, ক্ষুদিরাম দাস, অজয় কুমার দে, তপন কুমার ধুম, মহি উদ্দিন, ঝিনু চৌধুরী, জেবুন্নেসা লাভলী, তাসলিমা আক্তার জাহান, সাধারণ সম্পাদক কেএমডি আবুল কালাম, সিনিয়র যুগ্ন সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, যুগ্ন সম্পাদক হারুন অর রশীদ, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মালেকা জেসমিন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক সরওয়ার হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক নঈম উদ্দিন, স্কাউট সম্পাদক হৃদয় রঞ্জন দে, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক আশরাফুল আরেফীন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী কেএমডি আবুল কালামের মনোনয়নপত্র বাতিল চেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মীরসরাই উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী আজিজুল হক নিজামী। অভিযোগে উল্লেখ করেন, গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন থেকে কেন্দ্রীয় পর্যায়ে কোন প্রার্থী দুইটি পদের অধিক প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না। কিন্তু সম্পাদক প্রার্থী আবুল কালাম ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশনার শাহাদাত উল্লাহ কাঝেমী জানান, দুইটি পদে দায়িত্ব পালন বিষয়ে সম্পাদক পদপ্রার্থী আবুল কালামের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী কেএমডি আবুল কালাম বলেন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক পদ থেকে অব্যাহতি চেয়ে গত ১ সেপ্টেম্বর আবেদন করেছি। নির্বাচন কমিশনার মঙ্গলবার আমাকে বৈধ প্রার্থী ঘোষনা করেছেন।

অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশ সরকারী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আউয়াল বলেন, মীরসরাই শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম গত ১ সেপ্টেম্বর একটি পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন। তবে তিনি (আবুল কালাম) কোন পদটি প্রত্যাহারের আবেদন করেছেন সেটি আমার জানা নেই।