শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে অনার্স কোর্স চালু

নিজস্ব  প্রতিনিধিঃ মীরসরাইয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ব্যবস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞানের অনার্স কোর্স উদ্বোধন করা হয়। গতকাল ১০ ডিসেম্বর সকাল ১১টা কলেজের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল সভাপতিত্বে এবং কলেজের প্রভাষক শেখ ফরিদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র কলেজের প্রভাষক আবচার উদ্দিন, প্রধান অতিথির হিসেবে বক্তব্য প্রদান করেন কলেজের প্রতিষ্ঠাতা এবং ক্লিলপটর গ্রুরুপের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর এমডি.এম কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মীরসারাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াাছমিন আক্তার কাকলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন মাহমুদ, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, ১৩ নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির আহমদ নিজামী, সাবেক চেয়ারম্যান আলা উদ্দিন, সাহাব উদ্দিন মিয়া, ডাক্তার গিয়াস উদ্দিন, চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশন এর সভাপতি লায়ন তাহের আহম্মদ, জাফর মেম্বার সহ প্রমুখ। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন উচ্চ শিক্ষার আলো গ্রামীণ জনপদে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি এত্র কলেজ প্রতিষ্ঠা করেছি। অনার্স কোর্স চালু মধ্যদিয়ে উচ্চ শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছানো সহজ হবে। আমি দলমত নিবিশেষে কলেজের স্বার্থে সবার সহযোগীতা কামনা করছি