শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে পুকুরে ডুবে আবৃত্তি শিল্পীর মৃত্যু

12b

খবরিকা ডেস্ক:

চট্টগ্রাামের সংস্কৃতিমনা তরুণদের কাছে অত্যন্ত পরিচিত নাম ও মুখ জোবায়ের জুয়েল। জোবায়ের জুয়েল একজন প্রতিভাবান আবৃত্তিশিল্পী ও দক্ষ সাংস্কৃতিক সংগঠক ছিলেন। লিখতেন বিভিন্ন পত্র-পত্রিকায়। সাংস্কৃতিক সংগঠক হিসেবে অল্প সময়ে মানুষের মন জয় করার বিশাল ক্ষমতা ছিল। তিনি গত ২০ এপ্রিল (বুধবার) বিকেলে নিজ বাড়ীর পুকুরে ডুবে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর। পারিবারিক সুত্রে জানা যায়, গত বুধবার রাতে মীরসরাইয়ের নিজ বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এবং সাঁতার কাটতে জানতেন না বলে পুকুরে  ডুবে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবার। পরের দিন বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় নাজিরপাড়া এলাকার স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। জোবায়ের জুয়েল বাংলাদেশ যুব ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলায় কাজ করতেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন প্রমা আবৃত্তি সংগঠন, কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা, যুব ইউনিয়ন ঢাকা ও চট্টগ্রাম জেলা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা ও চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ।