শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে অজগর

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে নেমে এসেছে ৮ফুট লম্বা এক অজগর সাপ। রবিবার (২০ আগষ্ট) সকালে মীরসরাই পৌরসভার সাহাব গ্রাম এলাকার স্থানীয় কয়েকজন কিশোর প্রথম দেখতে পায় অজগরটিকে। খবর পেয়ে মীরসরাইয়ের এক সংবাদকর্মী সাপটিকে সেখান থেকে উদ্ধার করে মীরসরাই থানা হেফাজতে দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা অজগরটিকে মীরসরাইয়ের গোভনীয়া বিটের গভীর পাহাড়ে অবমুক্ত করেন।
প্রতক্ষ্যদর্শী ফরহাদ হোসেন জানায়, রবিবার সকালে তারা খেলতে গিয়ে একটি গাছের মগঢালে অজগরটি দেখতে পায়। পরে তারা অজগরটিকে গাছ থেকে নামিয়ে আনে।
এ ব্যাপারে গোভনীয়া বিট অফিসার মো. গোলাম কবির জানান, পাহাড়ে খাদ্যের অভাব ও তাদের বিচরণ ক্ষেত নষ্ট হয়ে যাওয়াতে প্রায়শই লোকালয়ে অজগর চলে আসে। গত কয়েক মাসে মীরসরাইয়ে এনিয়ে ৪টি অজগর মানুষের হাতে ধরা পড়েছে।
উল্লেখ্য, মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গত দুই বছরে প্রায় ১৭-১৮টি অজগর সাপ লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়েছে।